Logo
Logo
×

রাজধানী

১৯ জুলাই গুলিবিদ্ধ হোটেল কর্মচারীর ঢামেকে মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১০:১৮ এএম

১৯ জুলাই গুলিবিদ্ধ হোটেল কর্মচারীর ঢামেকে মৃত্যু

ফাইল ছবি

কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ মো. ইমন  নামে এক হোটেল কর্মচারী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। এর আগে ১৯ জুলাই রাজধানীর বাড্ডা নতুন বাজার বাঁশেরটেক এলাকায় সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন। 

নিহত ইমন কুমিল্লার মুরাদনগর থানার সেলিম  মিয়ার ছেলে। তিনি বোন ও দুলাভাইয়ের সঙ্গে বাড্ডা নতুন বাজার বাঁশেরটেক বস্তিতে থাকতেন। 

নিহতের বোন তাহমিনা ও দুলাভাই শামীম জানান, ইমন একটি খাবারের হোটেলে কাজ করত। ১৯ জুলাই বাসা থেকে হোটেলে যাওয়ার পথে রাস্তায় গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন