সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আহত গাড়িচালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম
শাহিন হাওলাদার। ছবি : সংগৃহীত
রাজধানীর সচিবালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় আহত গাড়িচালক শাহিন হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ২৫ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ের সামনে আনসারদের লাঠির আঘাতে আহত হন তিনি।
শাহিনের বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলায়। বাবার নাম আবদুস সোবাহান হাওলাদার। তিনি রাজধানীর দক্ষিণ গোড়ান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
নিহতের ছেলে মো. বিশাল বলেন, আমার বাবা সচিবালয় সামনে রেন্ট-এ-কার অফিসের তিনি গাড়ি চালাতেন। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সচিবালার সামনে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের মাঝে পড়েন আমার বাবা। আনসারের লাঠি আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।