Logo
Logo
×

রাজধানী

ধানমন্ডিতে গ্যাস বিস্ফোরণ

বাবা মায়ের পরে না ফেরার দেশে শিশু বায়জিদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১১:৪৮ এএম

বাবা মায়ের পরে না ফেরার দেশে শিশু বায়জিদ

ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি ২৭ শুক্রাবাদ এলাকায় একটি বাসায় গ্যাসে লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ শিশু মো. বায়জিদ মারা গেছে। এ ঘটনায় দগ্ধ তিনজনেরই মৃত্যু হলো।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে ২৮ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে গ্যাস লিকেজ থেকে এই আগুনের ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল ৫টার দিকে নিয়ে এলে ভর্তি করা হয়। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে তিন বছরের শিশুসহ একই পরিবারে তিনজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। আমরা তিনজনকে  ভর্তি দেই। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়। তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তার বাবা টোটন ও মা নিপার মৃত্যু হয়েছে। রাতে শিশুসন্তানটি মৃত্যু হয়।

বায়জিদের মামা মো. মানিক জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী থানার ছাতিরচর গ্রামের। বায়জিদ ধানমন্ডি শুক্রাবাদ এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন