Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮ জনের পাঁচজনই বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পিএম

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮ জনের পাঁচজনই বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮ জনের পাঁচজনই বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরিধান করে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (১৩ অক্টোবর) বাহিনীটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন বেসামরিক নাগরিক। এ ঘটনায় র‍্যাবের কেউ ছিল কি না তা তদন্ত চলছে। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

র‍্যাব আরও জানায়, অভিযানে নগদ ৭ লাখ টাকা, কিছু স্বর্ণালংকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

এর আগে, শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানায় একটি ডাকাতি মামলাটি দায়ের করা হয়। মামলায় ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে মোহাম্মদপুরে তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। একপর্যায়ে তারা ওই বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

গণমাধ্যমে প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে বাড়িটিতে কয়েকজন ডাকাত প্রবেশ করে। এরপর সিড়ি বেয়ে তারা ওপরে উঠে। এ সময় তাদের মুখে মাস্ক ছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন