Logo
Logo
×

রাজধানী

লন্ডনের পরিবহন ব্যবস্থা কাজে লাগাতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

লন্ডনের পরিবহন ব্যবস্থা কাজে লাগাতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীতে লন্ডনের পরিবহন ব্যবস্থাকে কাজে লাগানোর পরিকল্পনা করছে। প্রথম ধাপে গুলশান এলাকায় পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। এই লক্ষ্যে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে একটি বৈঠক করেছেন ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান।

সোমবার (৪ নভেম্বর) সকালে গুলশান নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে ডিএনসিসির প্রশাসক বলেন, "ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) শহরের আধুনিক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করেছে যা বিশ্বব্যাপী পরিচিত। লন্ডনের অভিজ্ঞতা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে আমরা ঢাকা শহরে আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারব। লন্ডনের বাস ফ্রাঞ্চাইজি মডেল এবং ট্রাফিক সিগন্যাল সিস্টেমের অভিজ্ঞতা আমাদের জন্য বিশেষভাবে সহায়ক হবে।"

তিনি আরও জানান, "প্রথমত গুলশানে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে এবং তার ফলাফলের ভিত্তিতে পুরো ঢাকার পরিবহন ব্যবস্থার মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে।" তিনি বলেন, "ঢাকার পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ডিএনসিসি অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। লন্ডনের পরিবহন ব্যবস্থার অভিজ্ঞতা আমাদের যানজট নিরসনে সহায়তা করবে।"

ডিএনসিসির এই উদ্যোগে ট্রান্সপোর্টেশন ফর লন্ডন (টিএফএল) নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, বাস অপারেশন এবং নিরাপত্তা বিষয়ে কারিগরি সহায়তা প্রদান করবে। শুরুতে গুলশান-১ থেকে গুলশান-২ এ পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। গত জুলাই মাসে টিএফএলের একটি প্রতিনিধি দল গুলশানের পরিবহন ব্যবস্থা পরিদর্শন করেছে।

এছাড়া, ২০২৩ সালের নভেম্বর মাসে, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং যুক্তরাজ্যের Foreign, Commonwealth and Development Office (FCDO) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে ঢাকার পরিবহন ব্যবস্থা এবং যানজট নিরসনের লক্ষ্যে প্রথম ধাপে কাজ শুরু হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন