Logo
Logo
×

রাজধানী

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন সবুজ। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুনের স্থলাভিষিক্ত হলেন। আজ বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় দেশ রূপান্তর পত্রিকার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব বুঝে নেন তিনি।

এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), এ এস এম সাইখুল ইসলাম, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. মোস্তফা কামাল, সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুন এবং রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়া হাবিবুর রহমান পলাশসহ বিভিন্ন বিভাগের সাংবাদিক ও কর্মীরা।

অনুষ্ঠানে দেশ রূপান্তরের প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, 'আমরা সুন্দর সম্পর্কের মাধ্যমে দেশ রূপান্তরকে এগিয়ে নিয়ে যাবো। ছোট ছোট সহানুভূতি অনেক পরিস্থিতি বদলে দেয়। সবাই সহানুভূতি নিয়ে এক হয়ে কাজ করে দেশ রূপান্তর আরও এগিয়ে যাবে। নতুন বছরে এই লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে।'

রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.) বলেন, 'দেশ রূপান্তর অর্গানাইজ ওয়েতে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবেই চলবে। এখানে কোনো পরিবর্তন হবে না।'

দায়িত্ব গ্রহণ করে কামাল উদ্দিন সবুজ বলেন, 'আমার পেশাজীবনের গুরুত্বপূর্ণ দিন আজ, কারণ সাংবাদিকতা জীবনে সম্পাদক হিসেবে আমার যাত্রা শুরু হচ্ছে। আজকের দিনে প্রয়াত অমিত হাবিবকে স্মরণ করছি, যিনি এই পত্রিকাকে প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে শক্ত ভিত দিয়ে গেছেন। সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুন দীর্ঘ সময় ধরে পত্রিকাকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা সবাই মিলে দেশ রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যাবো।'

তিনি বলেন, 'আমরা চাইবো দেশ ও পৃথিবীর বাস্তবতায় দেশ রূপান্তর পত্রিকা অগ্রণী ভূমিকা রাখবে। আজকের এই দিনটি দেশ রূপান্তর পত্রিকার জন্য একটি মাইলফলক। আমাদের এই যাত্রায় সমস্যা আসবে, তার সমাধানও হবে। সততা নিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমরা সবাই মিলে কাজ করবো, যাতে দেশ ও জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠে দেশ রূপান্তর।'

বিদায়ী সম্পাদক মোস্তফা মামুন বলেন, 'অনেক সীমাবদ্ধতার পরও সবার আন্তরিক সহযোগিতায় দেশ রূপান্তর অনেক এগিয়েছে। এই যাত্রায় আমি সবার সহযোগিতা পেয়েছি। এজন্য আমার সকল সহকর্মীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আড়াই বছর আগে রূপায়ণ গ্রুপ আমাকে সম্পাদকের দায়িত্ব দেয়। সেটি আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। এই দায়িত্বের জন্য আমি রূপায়ণ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই। নতুন সম্পাদকের হাত ধরে দেশ রূপান্তর আরও এগিয়ে যাবে।'

কামাল উদ্দিন সবুজ ফেনী শহরের ডাক্তারপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। কামাল উদ্দিন সবুজ ১৯৮৫ সালে ইংরেজি পত্রিকা ডেইলি নিউজে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সেখানে তিন বছর কাজ করার পর ১৯৮৮ সালে দেশের প্রথম ইংরেজি নিউজ এজেন্সি ইউএনবিতে যোগ দেন। সেখানে প্রায় সাড়ে তিন বছর কাজ করার পর ১৯৯১ সালে বাসসে (বাংলাদেশ সংবাদ সংস্থা) কাজ শুরু করেন। সর্বশেষ তিনি জ্যেষ্ঠ বার্তা সম্পাদক ছিলেন। কামাল উদ্দিন সবুজ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন