Logo
Logo
×

রাজধানী

মধ্যরাতে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৬ পিএম

মধ্যরাতে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন

পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদরাসার মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে নেমেছেন। তারা তাদের মাদরাসার মাঠ ফিরিয়ে দেয়ার দাবি করেন। একইসঙ্গে মধ্যরাতে অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত করা যায়নি।

রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা আলিয়া মাদরাসার আশপাশের সব সড়ক বন্ধ করে দেন এবং মাদরাসার মাঠ ফিরিয়ে দেয়ার দাবি তোলেন।

যমুনা টেলিভিশনে ঘটনাস্থলের বর্ণনা দেখে সেনাবাহিনী ও পুলিশ সেখানে উপস্থিত হয়। তারা পুরো ঘটনাস্থল পরিদর্শন করে।

২০২৩ সালের ডিসেম্বরে সংস্কার কাজ শেষে আলিয়া মাদরাসার মাঠকে ‘বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ’ হিসেবে উদ্বোধন করতে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা মাঠটি সিটি করপোরেশন দখল করছে বলে অভিযোগ করে উদ্বোধনের আগেই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন