ডাকাতির ঘটনায় মামলা না নেওয়ায় গুলশান থানার ওসি বরখাস্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম
ডাকাতির ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলশান থানা সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে একদল ডাকাত গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর রোডে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। তারা নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গয়নাসহ মূল্যবান সামগ্রী লুট করে। ঘটনার পর ওই ব্যবসায়ী থানায় একাধিকবার গিয়ে মামলা দায়েরের চেষ্টা করলেও ব্যর্থ হন।
পরে বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে ওসি তৌহিদ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, "গুলশান থানার ওসিকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।"
সাময়িক বরখাস্ত হওয়া ওসি তৌহিদ আহমেদকে ফোন করে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও তিনি ফোন রিসিভ করেননি।