Logo
Logo
×

রাজধানী

সরকারি চাকরিতে ৩৫ বছর প্রত্যাশীদের শিক্ষা ভবনের সামনে অবস্থান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম

সরকারি চাকরিতে ৩৫ বছর প্রত্যাশীদের শিক্ষা ভবনের সামনে অবস্থান

বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করা সরকারি চাকরিতে ৩৫ বছরের সীমা প্রত্যাশীদের একটি দলকে পুলিশ আটকে দিয়েছে। পরে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন। 

সোমবার বিকালে এই ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে ৫০ থেকে ৬০ জনের একটি দল জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। দুপুরের দিকে তারা সচিবালয়ের দিকে রওনা হয়। 

শিক্ষা ভবনের সামনে পৌঁছালে, দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটকে দেয়। এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা শিক্ষা ভবন থেকে সচিবালয়মুখি রাস্তায় ব্যারিকেড দেয়। পুলিশি বাধার ফলে চাকরিপ্রত্যাশীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়। 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, চাকরিপ্রত্যাশীরা সকালে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। পরে সচিবালয়ের দিকে রওনা দিলে, পুলিশ তাদের বাধা দেয়, কারণ সচিবালয়ের দিকে আন্দোলন নিষিদ্ধ। পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা যেতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। এরপর চাকরিপ্রত্যাশীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন