মিরপুর ঝিলপাড়ে গৃহায়ন কর্তৃপক্ষের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড়ে সাত একর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে এই অভিযান শুরু হয়।
গৃহায়ন কর্তৃপক্ষ জানায়, ২০০৬ সালে বিএনপি জোট সরকার সাংবাদিকদের আবাসনের জন্য ৭ একর জমি বরাদ্দ দেয়। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার লোকজন সেই জমি অবৈধভাবে দখল করে এবং সেখানে অবৈধভাবে বসতি স্থাপন করে।
জানা যায়, সাত একর জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনায় ২০ হাজারের বেশি মানুষ বসবাস করে। আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ করায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং হঠাৎ করে অভিযান চালানোর কারণে ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাংবাদিকরা তাদের জমি উদ্ধারের আবেদন জানান। তাদের দাবির প্রেক্ষিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়।