Logo
Logo
×

রাজধানী

শাহজালাল বিমানবন্দরে ইন্ডিগোর ফ্লাইটে ৩১ বোতল মদ জব্দ করল কুকুর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:৩৮ পিএম

শাহজালাল বিমানবন্দরে ইন্ডিগোর ফ্লাইটে ৩১ বোতল মদ জব্দ করল কুকুর

ছবি : সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে ৩১ বোতল মদ ও ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) জব্দ করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে কলকাতা থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে এয়ারপোর্ট আর্মড পুলিশের ডগ স্কোয়াডের দুটি প্রশিক্ষিত কুকুর ‘ডাই’ ও ‘মেরিনো’ এগুলো উদ্ধার করে।

জানা যায়, কলকাতা থেকে ঢাকাগামী ইন্ডিগো-৬ই১১০৭ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ৭ নং লাগেজ বেল্টে দুটি বেনামি লাগেজ পাওয়া যায়, যা বিমানবন্দর কর্মকর্তাদের সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে ইন্ডিগো এয়ারলাইন্সের প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডগ স্কোয়াড টিমের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর 'ডাই' ও 'মেরিনো' তাদের ঘ্রাণশক্তির (ডগ স্নিফিং) সাহায্যে লাগেজ দুটি সন্দেহজনক হিসেবে শনাক্ত করে।

এ সময় সবার উপস্থিতিতে ওই ব্যাগেজ দুটি থেকে ৩১ বোতল (৩১ লিটার) বিদেশি মদ এবং ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) জব্দ করা হয়। ব্যাগ দুটির মালিক শনাক্ত করা সম্ভব না হলে কাস্টম কর্মকর্তার নির্দেশে ওই মালামাল দাবিবিহীন আটক করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর জানান, প্রশিক্ষিত ডগ স্কোয়াড দ্বারা আমরা নিয়মিতভাবে মাদক উদ্ধার ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। এয়ারপোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময়ই অঙ্গীকারবদ্ধ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন