শাহবাগে শিক্ষকদের অবরোধ, পুলিশের লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করা দুই দল শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগপ্রাপ্তরা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত একদল শিক্ষক শাহবাগ মোড়ে অবস্থান নেন। একই সময়ে, জাতীয় জাদুঘরের সামনে আরেকটি দল জড়ো হন, যারা তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
এনটিআরসিএ’র নিবন্ধিত শিক্ষকরা অভিযোগ করেন, বহু শিক্ষার্থী একাধিকবার পরীক্ষায় উত্তীর্ণ হলেও নিয়োগ পাননি, অথচ কিছু লোক আবেদন ছাড়াই চাকরি পেয়েছেন। অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়ে দ্রুত পুনর্বহালের দাবি জানান।
গত ৬ ফেব্রুয়ারি, হাইকোর্টের আদেশে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল হয়, যা নিয়ে শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।
শিক্ষকদের অবরোধের ফলে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ তাদের সরাতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে। আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সক্রিয় হয়।