Logo
Logo
×

রাজধানী

ঢাকা আর অতিরিক্ত জনসংখ্যার ভার নিতে পারছে না: পরিবেশ উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম

ঢাকা আর অতিরিক্ত জনসংখ্যার ভার নিতে পারছে না: পরিবেশ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানী ঢাকা আর অতিরিক্ত জনসংখ্যার ভার নিতে পারছে না। শহরের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় বসবাসযোগ্যতা হারিয়ে ফেলেছে, তাই এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

সম্প্রতি এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, একটি টাস্কফোর্সের রিপোর্ট অনুযায়ী, ঢাকা ইতোমধ্যেই বসবাসের উপযোগিতা হারিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে, তবে বাস্তবতা হলো, দেশের ভেতর থেকেই আমরা বুঝতে পারছি রাজধানীর অবস্থা কতটা সংকটাপন্ন।

তিনি আরও বলেন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি। অতিরিক্ত জনসংখ্যার কারণে ঢাকায় এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যত আধুনিক যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাই গড়ে তোলা হোক না কেন, শহরটির ওপর বাড়তি চাপ পড়ছে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে ঢাকা রয়েছে, তবে এমন মাত্রার জনসংখ্যার চাপ আর কোনো রাজধানীতে আছে কি না, তা নিশ্চিত নয়।

এ প্রসঙ্গে তিনি জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ‘লিভেবল ঢাকা’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে, যার মাধ্যমে নগরীর প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ নির্ধারণ করা হবে। বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞদের এই প্রকল্পে সম্পৃক্ত করা হয়েছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ঢাকাকে বাঁচাতে হলে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন