Logo
Logo
×

রাজধানী

তেজগাঁওয়ে নামাজে যাওয়ার পথে মাথায় ইট পড়ে এক ব্যক্তির মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম

তেজগাঁওয়ে নামাজে যাওয়ার পথে মাথায় ইট পড়ে এক ব্যক্তির মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার মধ্য কুনিপাড়া এলাকায় মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পথে উপরে থেকে মাথায় ইট পড়ে আক্তার হোসেন (৫২) নামে এক ব্যক্তি মারা গেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মাহিন হোসেন জানান, তার বাবা সন্ধ্যায় বৃষ্টির মধ্যে মসজিদের উদ্দেশে রওনা দেন। বাসার পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ ওপর থেকে একটি ইট তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুনিপাড়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের কাছ থেকে জানা যায়, নামাজ পড়তে যাওয়ার সময় উপর থেকে ইট পড়ে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন