Logo
Logo
×

রাজধানী

কারওয়ান বাজারের টিসিবি ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম

কারওয়ান বাজারের টিসিবি ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

ছবি : সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজারে অবস্থিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫৪ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তাদের প্রচেষ্টায় রাত ৯টা ৮ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের আশপাশে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কার্যকর পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। ভবনের ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হতে পারে বলে জানা গেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন