Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে কেজি দরে তরমুজ বিক্রি, কেজি ৭০ টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৫:৫৯ পিএম

রাজধানীতে কেজি দরে তরমুজ বিক্রি, কেজি ৭০ টাকা

ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন জায়গায় তরমুজ এখন কেজি দরে বিক্রি হচ্ছে, কেজি প্রতি দাম চাওয়া হচ্ছে ৭০ টাকা। বিক্রেতারা তরমুজ আগেই ওজন করে দাম নির্ধারণ করে রেখেছেন। কেউ পিস হিসেবে নিতে চাইলে দরদামের কোনো সুযোগ নেই। একদাম-একরেট হিসেবে সর্বনিম্ন ২২০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০-৬০০ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে।

মঙ্গলবার বিকেলে মিরপুর, উত্তরা, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় তরমুজ বিক্রির এ চিত্র দেখা গেছে। আকৃতির ওপর ভিত্তি করে তরমুজগুলোকে ছোট, মাঝারি এবং বড় তিন ভাগে ভাগ করা হয়েছে। দোকানের পাশাপাশি বিভিন্ন অস্থায়ী জায়গায় এবং ভ্যানগাড়িতে ফেরি করেও বিক্রি হচ্ছে তরমুজ। বিক্রেতারা প্রথম ধাপে ওজনকে প্রাধান্য দিচ্ছেন। অধিকাংশ বিক্রেতা রং ও মিষ্টির নিশ্চয়তা দিচ্ছেন এবং কিছু বিক্রেতা ক্রেতার সামনেই তরমুজ কেটে দিচ্ছেন।

বিক্রেতারা বলছেন, আগাম জাতের তরমুজের দাম কিছুটা বেশিই। তবে রোজার আগে থেকে এখন দাম কিছুটা কমেছে। এখন কিছু জায়গায় তরমুজ ৭০ টাকা কেজি আবার কিছু জায়গায় ৬০-৬৫ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। মাঝারি আকৃতির (৩-৪ কেজি) একটি তরমুজ ২৫০-৩০০ টাকায় এবং বড় আকৃতির তরমুজ ৫০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতা এনামুল হাসান বলেন, "মিষ্টি এবং রঙের গ্যারান্টি দিচ্ছি। মিষ্টি কম হলে বা রং সাদা হলে তরমুজ রেখে যাবেন। ৭০ টাকা কেজি বিক্রি করছি, সামনে তরমুজের সরবরাহ বাড়লে দাম কমবে।"

অন্য বিক্রেতা আব্বাস উদ্দিন জানান, "ইফতারের জন্য তরমুজের চাহিদা বেশি। বড় একটি তরমুজ ৬০০-৬৫০ টাকায় বিক্রি করছি। কেউ চাইলে ওজন দিয়ে ৭০ টাকা কেজি দামেও বিক্রি করছি।"

ক্রেতা মাহমুদুল্লাহ বলেন, "কারওয়ান বাজারে দাম কম, কিন্তু স্থানীয় দোকানে দাম বেশি। ইফতারের জন্য মাঝারি তরমুজ নিয়েছি। সামনে সরবরাহ বাড়লে দাম কমবে।"

ফল ব্যবসায়ীরা জানিয়েছেন, এপ্রিল-মে মাসে তরমুজের মৌসুম হলেও আগাম তরমুজ চাষের ফলে সরবরাহ বেশি থাকায় দাম কমবে বলে আশা করছেন তারা। তবে ক্রেতারা মনে করেন, এখনও দাম হাতের নাগালে আসেনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন