Logo
Logo
×

রাজধানী

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুকে সিএমএইচে নেওয়া হলো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৬:২৭ পিএম

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুকে সিএমএইচে নেওয়া হলো

ছবি : সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বিকেল ৪টা ৫০ মিনিটে সি এম এইচ হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি.জে. মো. আসাদুজ্জামান খান।

এর আগে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হয়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সেখানে তাকে ভেন্টিলেটরে চিকিৎসা দেওয়া হয়। শিশুটির চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে চার সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল।

এর আগে অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশু। বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত হিটু মিয়াকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত হিটু মিয়া সম্পর্কে ওই শিশুর বোনের শ্বশুর।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন