কপ-২৯ জলবায়ু সম্মেলন
জলবায়ু প্রভাব মোকাবেলায় অর্থ খুবই গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা
মোরছালীন বাবলা, আজারবাইজান (বাকু) থেকে
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম
ছবি : সংগৃহীত
জলবায়ু প্রভাব মোকাবেলায় অর্থ খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস।
আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিউনে এক সেমিনারে ইউনুস বলেন, জলবায়ুর প্রভাবে কৃষি হুমকির মুখে। ফসলসহ মানুষেও নানা ধরনের ক্ষতির মুখে পরছে। কৃষকরা খাদ্য উৎপাদন থেকে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু তারা খুব বেশি সুবিধা করতে পারছে না। দেশে নারী কৃষকের সংখ্যাও বাড়ছে। জলবায়ু প্রভাবে নারীরাও হুমকির মুখে রয়েছে। দেশের যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে তা অনেকটাই উচ্চবিত্ত মানুষের জন্য। কৃষকরা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই কৃষকদের সুবিধা বাড়াতে ও সকল মানুষের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে গ্রামীন ব্যাংক যে ফরমুলা ব্যবহার করেছে তা সকল ব্যাংকে চালু করা উচিত। জলবায়ু প্রভাবের যে সমস্যা তা আমরাই তৈরী করেছি। এটার সমাধানের জন্য এখানে এসেছি। আমরা যদি সাত দিন কার্বন নিঃসরণ করি তাহলে নিজেরা একদিন কমিয়ে ছয় দিনে নিয়ে আসি। এভাবেই কার্বণ নিঃসরণ কমাতে হবে। তরুণরাই এই বিষয়ে বেশি অবদান রাখতে পারে।
তরুণরাই সারা পৃথিবীতে সব ধরনের পরিবর্তনে নেতৃত্ব দিয়েছে। ফলে জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলায়ও এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মুহাম্মদ ইউনুস।