কপ ২৯ জলবায়ু সম্মেলন
আজারবাইজানে কপ ২৯ জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা
মোরছালীন বাবলা, আজারবাইজান (বাকু) থেকে
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:০৮ পিএম
আজারবাইজানে কপ ২৯ জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা
আজারবাইজানের বাকুতে কপ ২৯ সম্মেলনের বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে। আমাদের সভ্যতা গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে। একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য আমাদের বুদ্ধিবৃত্তিক, আর্থিক এবং যুব শক্তিকে একত্রিত করতে হবে। আমরা এমন একটি জীবনধারা বেছে নিয়েছি যা পরিবেশের বিরুদ্ধে কাজ করে।
প্রধান উপদেষ্টা বলেন, টিকে থাকতে হলে অন্য সংস্কৃতি গড়ে তুলতে হবে যা একটি ভিন্ন জীবনধারার উপর নির্ভর করে। যা শূন্য বর্জ্য ব্যবস্থার উপর ভিত্তি করে এবং প্রয়োজনীয় চাহিদার মধ্যে সীমিত থাকবে। কোন অবশিষ্ট বর্জ্য থাকবে না। এই জীবন ব্যবস্থা শূন্য কার্বনের উপর ভিত্তি করে তৈরি হবে।
এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি’র উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু সংকট মোকাবেলা এবং পৃথিবী ও মানব কল্যাণকর নতুন সভ্যতা গড়ে তুলতে এক নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো প্রয়োজন।
কপ-২৯ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই রুদ্ধদ্বার বৈঠকে পাঁচটি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া ও বাংলাদেশের নেতারা যোগ দেন।
বিশ্বের তরুণদের জন্য একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ার লক্ষ্যে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘সামিট ফর দ্য ফিউচার’ এর প্রতিও সমর্থন জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা এমন অর্থনৈতিক কাঠামো তৈরি করেছি, যার ভিত্তি হচ্ছে ভোগ আর ভোগ। এটি শুধু বর্জ্য উৎপাদন করে। আমাদেরকে শূন্য বর্জ্যের বিশ্ব গড়তে হবে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলো সবচেয়ে বড় অবিচারের সম্মুখীন হয়েছে। আমরা আপনাদের বলতে চাই যে, আমরা আপনাদের বিষয়ে গুরুত্ব দেই। জলবায়ু অভিযোজন ও প্রশমনের জন্য একটি বৃহত্তর তহবিল সংস্থান করতে স্বল্পোন্নত দেশগুলোকে জোরালো আলোচনা এবং ঐকান্তিক প্রক্রিয়া গড়ে তুলতে হবে।