Logo
Logo
×

জলবায়ু

২০২৪ ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হতে চলেছে

Icon

মোরছালীন বাবলা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম

২০২৪ ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হতে চলেছে

২০২৪ ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হতে চলেছে

বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর হতে চলেছে ২০২৪ এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। আজারবাইজানের বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের প্রথম দিনে প্রকাশিত সর্বশেষ ‘স্টেট অব দ্য ক্লাইমেট রিপোর্টে’ বিশ্ব আবহাওয়া সংস্থা এক ভয়ংকর চিত্র উপস্থাপন করেছে।

প্রতিবেদনে দেখা যায়, তাপমাত্রা রেকর্ড শুরু হওয়ার পর ২০১৫-২০২৪ সবচেয়ে উষ্ণ দশক। বিশ্বব্যাপী গড় তাপমাত্রা জুন ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত একটানা ১৬ মাস ধরে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এবং বাহুল্যরূপে ব্যবধান বাড়ছে। এছাড়া চলতি বছর জানুয়ারি এবং সেপ্টেম্বরের গড় বৈশ্বিক বায়ুর তাপমাত্রা প্রাক-শিল্প গড় থেকে ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

সি৩এস বলেছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা এতটাই বেশি ছিল যে, এটি প্রায় নিশ্চিত করেই বলা যায়, বছরের বাকি অংশে তাপমাত্রার বৈপরীত্য শূন্যের কাছাকাছি না এলে ২০২৪ সালই হবে বিশ্বের উষ্ণতম বছর।

সি৩এস-এর পরিচালক কার্লো বুওনটেম্পো ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে বলেছেন, ‘চলতি বছরের রেকর্ডের মৌলিক ও প্রধান কারণ হলো জলবায়ু পরিবর্তন।’

বিজ্ঞানীরা বলেছেন, ২০২৪ সালই প্রথম বছর, যা প্রাক-শিল্প যুগের (১৮৫০-১৯০০) তুলনায় বিশ্ব ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি উষ্ণ হবে। প্রাক-শিল্প যুগে মানুষ শিল্পখাতে জীবাশ্ম জ্বালানি পোড়াতে শুরু করেছিল। কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে নির্গমন হওয়া কার্বন ডাই অক্সাইড বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ।

২০১৫ সালের জলবায়ু সম্মেলনের প্যারিস চুক্তিতে দেশগুলো বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়া প্রতিরোধের চেষ্টা করতে সম্মত হয়েছিল। কিন্তু তাপমাত্রার এ উত্থান বিশ্ব প্যারিস চুক্তিতে নির্ধারিত সীমা অতিক্রম করেছে। 

বার্কলে আর্থের জলবায়ু বিজ্ঞানী জেকে হাউসফাদার বলেছেন, ২০২৪ হলো সবচেয়ে উষ্ণতম বছর। ২০২৩ ছিল গ্রহের সবচেয়ে উষ্ণতম বছর। বলা হয়, সম্ভবত গত এক লাখ বছরের মধ্য পৃথিবী সবচেয়ে উষ্ণতার রেকর্ড গড়েছে গত বছর। 

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানাচ্ছে, মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের ফলে এমন উষ্ণ হয়ে উঠেছে পৃথিবী। কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, তাপমাত্রার এ উত্থানের ফলে স্পেনে আকস্মিক বন্যায় শত শত মানুষের মৃত্যু, পেরুতে রেকর্ড দাবানল ছড়িয়ে পড়া, যুক্তরাষ্ট্রে হারিকেন মিলটনের প্রভাব এবং বাংলাদেশে বন্যায় ১০ লাখ টনেরও বেশি চাল ধ্বংস হওয়ার মত অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হচ্ছে বিশ্বকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন