Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৯:৫৩ পিএম

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরে বিদ্যুৎপৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু। প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তরে বিদ্যুৎপৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই ভাই হলেন রাজিব (২৬) ও তার ছোট ভাই রুবেল (২৩)। তারা উপজেলার ছোট হলদিয়া গ্রামের চাঁন মিয়া মিস্ত্রির ছেলে।

ফরাজীকান্দি ইউপি সদস্য আবদুল হালিম সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই ভাই তাদের নিজ বসতঘরে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করছিলেন। কিন্তু কাজের সময় বিদ্যুৎসংযোগ সচল থাকায় মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন