Logo
Logo
×

সারাদেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার কৃষক পেলেন নগদ অর্থ, বীজ ও সার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার কৃষক পেলেন নগদ অর্থ, বীজ ও সার

বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার কৃষক পেলেন নগদ অর্থ, বীজ ও সার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে নিতে এবং আমন আবাদে উৎপাদন বৃদ্ধির লক্ষে এ প্রণোদনা দেওয়া হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে বীজ, সার ও নগদ অর্থ দেওয়া হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকজন কৃষক বলেন, গোমতী নদী ও সালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে উপজেলার প্রায় সবগুলো ফসলি মাঠ তলিয়ে গেছে। এতে আধাপাকা ও পাকা আউশধান নষ্ট হয়ে গেছে। সপ্তাহ দু-এক আগে রোপণ করা আমন ধানের চারা ও বীজতলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলে এসব মাঠে আবারও আমন আবাদ করা হবে। নতুন করে ফসল ফলাতে সরকারের এ প্রণোদনা সঠিক প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছলে তাদের অনেক উপকার হবে।

উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণ পাড়া এলাকার কৃষক আনোয়ারুল ইসলাম বলেন, হঠাৎ করে আসা এ বন্যায় আমার ৫ একর ফসলি জমি নষ্ট হয়ে গেছে। কৃষি অফিসের প্রণোদনায় আমার অনেক উপকার হলো।

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, আকস্মিক বন্যায় এ উপজেলার ৩ হাজার ৭৭২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে রোপা আউশ ধান ২ হাজার ৬৫০, আমন বীজতলা প্রায় ১৪৮, রোপা আমন প্রায় ৮৭৬ ও শাকসবজি ৯৮ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বন্যার এই ক্ষতি পুষিয়ে নিতে এ উপজেলার দুই হাজার ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন