Logo
Logo
×

সারাদেশ

হাতিয়ায় ৪টি মাছ ধরার ট্রলারডুবি, ৩০ জেলে নিখোঁজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ পিএম

হাতিয়ায় ৪টি মাছ ধরার ট্রলারডুবি, ৩০ জেলে নিখোঁজ

হাতিয়ায় ৪টি মাছ ধরার ট্রলারডুবি, ৩০ জেলে নিখোঁজ

নোয়াখালীতে বঙ্গোপসাগরের প্রবল ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে প্রায় তীর ঘেষে আসা ৪টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারগুলো থেকে ৩০ জনেরও অধিক জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তাদের সবার বাড়ি হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার আমতলিসহ বিভিন্ন পয়েন্টের কাছাকাছি জায়গায় ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে নিখোঁজ জেলেদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ডুবে যাওয়া ট্রলারগুলো মধ্যে আমতলী ঘাটের ১টি, বুড়ির দোনা ঘাটের ২টি এবং কাদেরিয়া ঘাটের ১টি। এছাড়া আরও কয়েকটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

হাতিয়ার ট্রলার মালিক লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, সন্ধ্যায় বৈরি আবহাওয়ার মধ্যে নিরাপদে ফিরতে গিয়ে ট্রলারগুলো ডুবে যায়। বেশিরভাগই মাছ ধরার ট্রলার ও ছোট ছোট ট্রলার ছিল। প্রাথমিকভাবে চারটি ট্রলার ডুবে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে অনেকগুলো ট্রলার ডুবে যাওয়ার তথ্য আসছে আমাদের কাছে। অনেক জেলে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য স্থানীয়রা কাজ করছে তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় বেশি দূর যাওয়া যাচ্ছে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন