চট্টগ্রামে ফের তেলবাহী জাহাজে আগুন, নিহত ১
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১১:১৭ এএম
ফাইল ছবি
বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণের ৫ দিন পার না হতেই বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন আরেকটি তেলবাহী জাহাজ এমটি বাংলার সৌরভে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মধ্যসাগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বহিনোঙর থেকে তেল নিয়ে আসা সময় রাত ১২টা ৫০ মিনিটের দিকে বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। জাহাজটিতে ৪৮ জন নাবিক ছিলেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। এর মধ্যে একজনকে আহতাবস্থা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাবিকদের কেউ দগ্ধ হননি জানিয়ে তিনি আরও বলেন, আগুনে কোনো নাবিক দগ্ধ হননি। জাহাজে আগুন লাগার কারণে অনেকে প্যানিকড হয়ে অসুস্থ হয়ে যান। উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে বয়স্ক একজন নাবিককে মৃত ঘোষণা করা হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি এখনও নিশ্চিত হয়ে জানা যায়নি। তবে তিনি আগুনে দগ্ধ হননি।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর বিএসসির মালিকানাধীন বাংলার জ্যোতিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই জাহাজে থাকা এক ক্যাডেটসহ তিনজন দগ্ধ হয়ে মারা যান। তার পাঁচ দিনের মাথায় আজ বাংলার সৌরভ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
একটি জাহাজের সর্বোচ্চ আয়ুষ্কাল ২৫ বছর হলেও ১৯৮৭ সালে ডেনমার্কে নির্মিত বিএসসির জাহাজ দুটি ৩৭ বছর পুরনো। ২০১৫ সালে থেকে আন্তর্জাতিক রুটে চলাচল নিষিদ্ধ হওয়ার পর নৌ বাণিজ্য দপ্তরের স্পেশাল অনুমতি নিয়ে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ মাদার ভেসেল থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোতে নিয়ে আসার কাজে নিয়োজিত রয়েছে।