Logo
Logo
×

সারাদেশ

সাতক্ষীরার মন্দির থেকে মোদির দেয়া মুকুট চুরি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০২:১০ পিএম

সাতক্ষীরার মন্দির থেকে মোদির দেয়া মুকুট চুরি

ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি মন্দির থেকে মুকুট চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া মুকুটটি ২০২১ সালে দেবীর জন্য উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১১ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

জানা যায়, হিন্দু ধর্মালম্বীদের ৫১ শক্তিপীঠের অন্যতম হল সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির। সেখানে প্রতিষ্ঠিত দেবীর জন্যে একটি মুকুট উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মুকুটই সম্প্রতি চুরি গিয়েছে বলে অভিযোগ উঠল। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে অবস্থিত এই মন্দির। 

সেখানকার পুরোহিত দিলীপ মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে পূজা শেষে সেখানে সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়ি যান। এ সময় মন্দির প্রাঙ্গণে রেখাসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। দুপুর ২টার দিকে তিনি মন্দির থেকে বের হন। এর কিছু পরে মন্দির সাফাইয়ের লোক এসে দেখে যে কালীর মাথায় থাকা মুকুট নেই। এই আবহে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। 

জানা যায়, মুকুটটি রুপার তৈরি এবং সোনার পানি করানো ছিল।

শ্যামনগর থানার পুলিশ কর্মকর্তা তাইজুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চোরকে শনাক্ত করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। 

২০২১ সালের ২৭ মার্চ যশোরেশ্বরী মন্দিরে গিয়েছিলেন মোদি। যশোরেশ্বরী মন্দির পরিদর্শনের সময়ে দেবীকে নিজের হাতে সে মুকুট পরিয়ে দিয়েছিলেন তিনি। দাবি করা হয়, দ্বাদশ শতাব্দীর শেষভাগে সাতক্ষীরার এই শক্তিপীঠে বর্তমান মন্দিরটি তৈরি করেছিলেন একজন ব্রাহ্মণ। পরবর্তীতে ১৩ শতকে লক্ষ্মণ সেন এটিকে সংস্কার করেন এবং অবশেষে ১৬ শতকে রাজা প্রতাপাদিত্য মন্দিরটি পুনর্নির্মাণ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন