Logo
Logo
×

সারাদেশ

পূজামণ্ডপে ইসলামী ভাবধারার সংগীত পরিবেশনের ঘটনায় মামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৯:২০ পিএম

পূজামণ্ডপে ইসলামী ভাবধারার সংগীত পরিবেশনের ঘটনায় মামলা

পূজামণ্ডপে ইসলামী ভাবধারার সংগীত পরিবেশনের ঘটনায় মামলা

চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে পূজামণ্ডপে ইসলামি ভাবধারার সংগীত পরিবেশনের ঘটনায় শহিদুল করিম ও নুরুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার দুজনের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ এ তথ্য জানান। তিনি বলেন, পূজামণ্ডপে সংগীত পরিবেশনের ঘটনায় থানায় মামলা হওয়ার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে নগরীর দামপাড়া পুলিশ লাইনসে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে জেএম সেন হল পূজামণ্ডপের মঞ্চে দুটি সংগীত পরিবেশন করে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সংগঠন। এর মধ্যে একটি ইসলামি ভাবধারার সাম্যের গান। এই গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

 এ বিষয়ে চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান জানিয়েছিলেন, মহানগর পূজা উদ্‌যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সেখানে গান দুটি পরিবেশন করা হয়েছে।

এর মধ্যে একটি হচ্ছে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, অন্যটি সম্প্রীতির গান ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। এ ঘটনায় পূজা উদ্‌যাপন কমিটি থেকে সজল দত্তকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন