মধ্যরাতে চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১১:৫৭ এএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামে মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে কোতোয়ালী থানার জামালখান মোড়ে এই মিছিল হয়। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের আড়াই মাসের মাথার আওয়ামী লীগ বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রথমবারের মত রাস্তায় নামলো।
মিছিলের বেশ কয়েকটি ক্লিপস ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মিছিলের তিনটি ভিডিও শুক্রবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, চট্টগ্রামে জয়বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলটিতে অংশ নেওয়া বেশিরভাগই তরুণ। মিছিলের সামনে দুটি মোটরসাইকেল ছিল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে শুরু হওয়া মিছিলটিতে শেখ হাসিনার সমর্থনে নানা শ্লোগান দেওয়া হয়।
এই মিছিলের পর মধ্যরাতেই বৈষম্যবিরোধী আন্দলনে সক্রিয় বেশ কয়েকজনের একটি দল সেখানে যায়। ঘটনাস্থল থেকে রিজাউর রহমান নামে একজন সমন্বয়ক একটি ভিডিও পোস্ট করে। ‘নিয়ে ফেলা হবে সব খুনীর দোসরদের’ ক্যাপশনে শেয়ার করা ওই ভিডিওতে মিছিল করা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজাউর বলেন, ‘জামাল খানে যারা আজকে শ্লোগান দিসে তোমাদের বিরুদ্ধে আমরা ইনস্ট্যান্ট মাঠে চলে আসছি। তোমরা বুঝে নাও তোমাদের ভেতরে কী দেওয়া হবে! তোমাদের ভেতর যা দেওয়া হবে সেটা কী? পাশ থেকে বালিরা উত্তর দেন নলা।’
এদিকে মিছিলের প্রতিবাদে জামালখানে বিক্ষোভ সমাবেশের করার কথা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য শহীদের রক্তরঞ্জিত রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে শনিবার বিকাল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশ হবে।