দেশের বাজারে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১২:৪৬ পিএম
দেশের বাজারে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইক
দীর্ঘ এক বছর পর সোমবার দেশের বাজারে উন্মুক্ত হয়েছে প্রাচীনতম ব্রিটিশ টু-হুইলার ব্র্যান্ড ‘রয়্যাল এনফিল্ড’-এর ৩৫০ সিসির মোটরসাইকেল। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস জানিয়েছে, বাইকটি উৎপাদনের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব ব্যবস্থাপনায় একটি সর্বাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে; যা বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম।
জানা গেছে, বিশ্ববাজারে রয়্যাল এনফিল্ডের চারিটি মডেল আছে। মডেলগুলো হলো- ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর।
বাংলাদেশি টাকায় রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ সিসির দাম পড়বে ৪ লাখ ৫ হাজার টাকা। রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ সিসির দাম পড়বে পড়বে ৪ লাখ ১০ হাজার টাকা। রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ সিসির দাম পড়বে ৩ লাখ ৪০ হাজার টাকা। রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০-এর দাম পড়বে ৪ লাখ ৩৫ হাজার টাকা।
নিত্য নতুন ফিচার এবং প্রযুক্তির সংযোজনে দেশের মোটরবাইকগুলো আরো উন্নত হচ্ছে; সেই সঙ্গে রাইডারদের অভিজ্ঞতাতেও আসছে বৈচিত্র্য। যন্ত্রকৌশলে এমন বৈপ্লবিক পরিবর্তন বিকশিত করছে দেশের সমগ্র অটোমোবাইল শিল্পকে। এই পরিবর্তনের প্রথম সারির অগ্রপথিক হচ্ছে নবাগত রয়্যাল এনফিল্ড। এর ৩৫০ সিসির চারটি ভিন্ন মডেলে সন্নিবেশ ঘটানো হয়েছে ঐতিহ্য ও আধুনিকতার। ক্লাসিক, বুলেট, হান্টার ও মিটিওর শিরোনামের মোটরযানগুলোকে দেশের রাস্তায় দেখার জন্য রীতিমতো মুখিয়ে আছেন বাইকপ্রেমীরা।