Logo
Logo
×

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১০:০০ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ৭টা ১৫ মিনিটে ফেরি চলাচল চলাচল স্বাভাবিক হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) সকালে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি ও ঘাট কর্তৃপক্ষ জানায়, রবিবার ভোর ৪টা ৪৫ মিনিটের পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। ফের আড়াই ঘণ্টা পর সকাল ৭টা ১৫ মিনিটের দিকে কুয়াশার পরিমাণ কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। ফেরি চলাচল বন্ধ থাকার এই সময়ের মধ্যে পাটুরিয়ার যমুনা নদীতে ফেরি বরকত আটকে থাকে।

দৌলতদিয়া ৪ নম্বর ফেরি ঘাটের দায়িত্বরত কর্মকর্তা টার্মিনাল সুপাররিন্টটেন্ড মো. ইমদাদুল হক বলেন, দৌলতদিয়া পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে ফুললোড করে ফেরি বাইগার ছেড়ে দেই।

এ বিষয়ে মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশায় রবিবার ভোর সাড়ে ৪টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ১৫ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর পূনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।বর্তমানে এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১০টি ফেরি চলাচল করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন