Logo
Logo
×

সারাদেশ

আরাকান আর্মির হাতে আটক ২০ বাংলাদেশি জেলেকে ফেরত আনলো বিজিবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২:৩১ এএম

আরাকান আর্মির হাতে আটক ২০ বাংলাদেশি জেলেকে ফেরত আনলো বিজিবি

ছবি: সংগৃহীত

মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ২০ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এতে জানানো হয়, এদিন দুপুরের দিকে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নাফ নদী দিয়ে আটককৃত ২০ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। এর আগে গত ৫ নভেম্বর বিকাল ৪টার দিকে এই জেলেরা টেকনাফের শাহপরীরদ্বীপ ট্রলারঘাট এলাকা থেকে ১৫টি হাতে চালিত এবং ২টি ইঞ্জিনচালিত নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। 

তারা একসময় ভূলবশত বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মায়ানমারের জলসীমার নাইক্ষ্যংদিয়া নামক স্থানের জলসীমা অতিক্রম করে। তখন দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র ঐকান্তিক প্রচেষ্টা এবং আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।  

ফেরত আসা বাংলাদেশি জেলেরা হলেন- টেকনাফের শাহপরীরদ্বীপের শাহ আলম (২৮), আসমত উল্লাহ (১৮), আবদুস শুক্কুর (৩২), আবুল হোছন (৪৫), আয়ুব খান (৪৮), নুর হোছন (৪৫), মো. বেলাল (২৯), সলিম (৩৫), আবদুল কাদের (২৫), মো. হাশিম (৩৫), মো. হোছেন (২৮), মহি উদ্দিন (২৬), এনায়েত উল্লাহ (৩০), নুর হাফেজ (৪০), মো. ইয়াছিন (৩৫), আবদু রহিম (৪৪), হাছান আলী (৫৩), ওসমান গণি (৩০), ইন্নামিন (২৭) ও  আবদু শুক্কুর (৪৬)। তাদের সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন