Logo
Logo
×

সারাদেশ

শিশু মুনতাহা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৩ নারী আটক

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:২১ পিএম

শিশু মুনতাহা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৩ নারী আটক

বাঁ থেকে নিহত শিশু মুনতাহা আক্তার জেরিন ও আটক মর্জিয়া আক্তার, তার মা আলীফজান এবং আলীফজানের মা কুতুবজান। ছবি : কোলাজ

সিলেটের কানাইঘাটে নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে ৬ বছরের শিশু মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ নারীকে আটক করেছে সিলেট জেলা পুলিশ।

রবিবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি খাল থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মর্জিয়া আক্তার, তার মা আলীফজান ও আলীফজানের মা কুতুবজানকে আটক করা হয়। পরে বিক্ষুব্ধ জনতা মর্জিয়ার বসতঘর গুড়িয়ে দেন।

নিহত মুনতাহা কানাইঘাট উপজেলা সদর ইউনিয়নের বীরদল ভাড়ারীফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াহিদ বলেন, ঘটনার দিন গত ৩ নভেম্বর মুনতাহা আমার বাড়িতে খেলা করছিল। ওইদিন শিশুটিকে ধরে নিয়ে হত্যার পর মরদেহ ঘরের পাশের খালে পুঁতে রাখা হয়। এটা কল্পনা করতে পারিনি।

তিনি আরও বলেন, আমাদের বিশ্বাস ছিল শিশুটিকে জীবিত পাব। কিন্তু ঘরের পাশে তার মরদেহ মিলবে, তাকে হত্যা করা হবে কল্পনা করিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশের প্রতিবেশী মর্জিয়া আক্তার ও তার মা আলীফজান মিলে তাকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, মুনতাহাকে গত ৩ নভেম্বর অপহরণ করার পর হত্যা করা হয়। ওইদিনই তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঘরের পাশের একটি খালে কাদামাটিতে চাপা দিয়ে রাখা হয়। রবিবার ভোরে আলীফজান বেগম মরদেহ সরানোর চেষ্টাকালে স্থানীয়রা দেখে ফেলেন। এসময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় মর্জিয়া, তার মা ও নানিকে আটক করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

ওসি আব্দুল আউয়াল বলেন, শনিবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মর্জিয়াকে আটক করে থানায় নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য উদঘাটন করা যায়নি। বরং সহজভাবে হেসে হেসে উত্তর দেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন