Logo
Logo
×

সারাদেশ

আখাউড়ায় নারীর পোড়ানো মরদেহের মাথা পাওয়া গেল পুকুরে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

আখাউড়ায় নারীর পোড়ানো মরদেহের মাথা পাওয়া গেল পুকুরে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করার পর অবশেষে তার মাথাও উদ্ধার হয়েছে। দুপুরে যুবলীগ নেতার বাড়ির পাশের একটি পুকুর থেকে মাথাটি উদ্ধার করে পুলিশ।

ওই নারী হলেন হীরাপুর এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ব্যাপারীর স্ত্রী হরলুজা বেগম (৫০)। এর আগে তরুণী হিসেবে ধারণা করা হলেও পরে নিশ্চিত হওয়া যায় যে, এটি হরলুজা বেগমের মরদেহ।

পুলিশ জানিয়েছে, ভোরবেলায় আটককৃত এক তরুণ ওই নারীকে ডেকে নিয়ে আসেন। তবে কেন তাকে এখানে আনা হয় এবং কী কারণে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

মঙ্গলবার সকালে যুবলীগ নেতার পরিত্যক্ত গোয়ালঘরে মরদেহটি পোড়ানোর সময় স্থানীয়রা সন্দেহ করে সেখানে যান। সন্দেহভাজন হত্যাকারীকে হাতেনাতে আটক করে তারা পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক তরুণের নাম ফারহান রনি। তিনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে এবং এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন