গডফাদার শামীম ওসমান বোরখা পরে পালিয়ে গেলেও তার ছানাপোনারাই আজকে ষড়যন্ত্র করছে: সীমান্ত প্রধান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম
নারায়ণগঞ্জের রাজনীতিতে বহুমুখী ষড়যন্ত্রের অভিযোগ তুলে সাবেক ছাত্রদল নেতা সীমান্ত প্রধান বলেছেন, "গডফাদার শামীম ওসমান বোরখা পরে পালিয়ে গেলেও তার রেখে যাওয়া ছানাপোনারাই আজকে গিয়াসউদ্দিনের বিরুদ্ধে বহুমুখি ষড়যন্ত্র করছে।"
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে কুতুবপুরের মামুদপুর উচ্চবিদ্যালয়ে কুতুবপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতাদের ব্যানারে আয়োজিত ৩১ দফা বিষয়ক এক সভায় তিনি এই মন্তব্য করেন।
সীমান্ত প্রধান বলেন, "যারা এতদিন শামীম ওসমানের সঙ্গে আপস করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে এসেছেন, তারাই এখন গিয়াসউদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। কিন্তু গিয়াসউদ্দিন কখনো গডফাদার শামীম ওসমানের সঙ্গে আপস করেননি এবং কখনো করবেনও না। এটাই ষড়যন্ত্রকারীদের আতঙ্কের কারণ।"
তিনি আরও যোগ করেন, "গিয়াসউদ্দিন সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করেছেন। আজ যারা ষড়যন্ত্র করছে, তারা যত বড় শক্তিশালীই হোক, সাবেক ছাত্রদলের নেতারা ঐক্যবদ্ধভাবেই তাদের মোকাবিলা করবে। আমরা গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে সমাজে ভালো মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করব।"
কুতুবপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার আক্তার হোসেন। আরও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, সিনিয়র সহসভাপতি গাজী আনোয়ার, কমল চৌধুরী, জয়নাল আবেদীন, মাসুম ভূঁইয়া, ও জাকির হোসেন।