Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে পাত্রী দেখতে যাওয়ার পথে একই পরিবারের ৫ জন নিহত

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম

ফরিদপুরে পাত্রী দেখতে যাওয়ার পথে একই পরিবারের ৫ জন নিহত

ছবি : সংগৃহীত

ফরিদপুরের গেরদায় রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত ও আহতরা একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে তিনজন হলেন মা, বাবা এবং মেয়ে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের গেরদা রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীবাজার দিক থেকে আসা একটি মাইক্রোবাস দ্রুত গতিতে গেরদা রেলগেট অতিক্রম করছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায়। একপর্যায়ে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায় এবং সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং অন্তত দুইজন আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন নিহত স্বামী-স্ত্রীর মেয়ে তাসরি (২২) জানান, তারা আটজন নারায়ণগঞ্জের ভূঁইয়া বাড়ি থেকে ফরিদপুরের সদরপুরের চন্দ্রপাড়ায় বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছিলেন। পথে রেলগেট পার হওয়ার সময় তাদের মাইক্রোবাসটি ট্রেনের ধাক্কায় পুকুরে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা সবাই হতাহত হয়। এর মধ্যে তার বাবা লিটন চৌধুরী, মা ফাহমিদা শারমিন মনু, বোন সাজু এবং তাদের আত্মীয় আতিফা ও রিন্টু মারা যান।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন এবং আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ ওই ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। নিহত ও আহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন