Logo
Logo
×

সারাদেশ

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:২০ পিএম

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রুয়েট শিক্ষার্থী মেহেদী হাসান মুহিব। ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান। তিনি রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৮ সিরিজের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রংপুর নগরীতে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

রুয়েট ডাইরেক্টর অব স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালক রবিউল ইসলাম সরকার জানান, পুলিশ খবর দিলে রাত ১২টার পর এবেলা ছাত্রাবাসের ৯ তলায় মেহেদীর ৯২৩ নম্বর রুমে যান। ভেতর থেকে বন্ধ করা কক্ষটিতে মেহেদীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ভোরের দিকে সুরতহাল শেষে পুলিশ মরদেহ নামিয়ে রাজশাহী মেডিকেলের কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে পারিবারিক সম্মতিক্রমে ময়নাতদন্ত করা হবে বলে জানান তিনি।

রবিউল ইসলাম সরকার বলেন, নিহত শিক্ষার্থীর বন্ধুদের কাছ থেকে জানা গেছে বেশ কয়েকদিন থেকে মেহেদী মানসিক বিষণ্নতায় ভুগছিলেন।

ওসি মেহেদী মাসুদ বলেন, ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। আমরা উদ্ধারকৃত মরদেহ রাজশাহী মেডিকেলের মর্গে রেখেছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন