Logo
Logo
×

সারাদেশ

সারাদেশে নির্বিঘ্নে সার সরবরাহ করছে নোয়াপাড়া গ্রুপ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম

সারাদেশে নির্বিঘ্নে সার সরবরাহ করছে নোয়াপাড়া গ্রুপ

ছবি : সংগৃহীত

যশোরের শিল্প বানিজ্য বন্দর নগরী নওয়াপাড়া থেকে নির্বিঘ্নে সার ছড়িয়ে যাচ্ছে সারাদেশে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রান্তিক চাষিদের কাছে নন ইউরিয়া সার সরবরাহ স্বাভাবিক থাকায় এবার ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনা রয়েছে। আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে চলছে এই প্রস্তুতি।

সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের আমদানীকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের ব্যবস্থাপনায় সারাদেশের প্রান্তিক কৃষকদের মাঝে ডিলারদের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে সকল প্রকার নন ইউরিয়া সার। দেশের সবচেয়ে বড় সারের মোকাম যশোরের নওয়াপাড়ায় অবস্থান করছে আমদানি কারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপ। মূলত এখান থেকে দেশের ডিলারদের মধ্যে চাহিদার ৪০-৫০ ভাগ সার সরবরাহ করা হয়। সড়ক, নৌ ও রেল পথের চমৎকার যোগাযোগ ব্যবস্থা থাকায় আমদানি কারকরা মংলা বন্দরের মাধ্যমে নওয়াপাড়া মোকামে সার নিয়ে আসে। এখানে আমদানিকারকদের কাছ থেকে বিসিআইসি ডিলাররা তাদের বরাদ্দ পত্র দিয়ে সার উত্তোলন করে বিভিন্ন জেলা উপজেলায় কৃষকদের কাছে তা পৌঁছে দেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের অন্যতম আমদানীকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা শত শত বিসিআইসি ডিলারকে কাগজপত্র যাচাই-বাছাই করে সার সরবরাহ করছে। সাতক্ষীরার বিসিআইসি ডিলার মেসার্স বি,কে ট্রেডার্সের মালিক বিশ্বজিত ঘোষ জানান, টাকা জমার ৪৮ ঘণ্টার মধ্যে সার উত্তোলন করি। ডিলারের প্রতিনিধি মেসার্স মান্নান এন্ড ব্রাদার্স এর প্রোপাইটার আব্দুল মান্নান জানান, টাকা জমার এক-দুই দিনের মধ্যে সার সরবরাহের ডিউ পেয়ে থাকি। বেশ কয়েকজন বিসিআইসি ডিলার সরবরাহ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমদানীকারকরা সঠিকভাবে সময়মত সার সরবরাহ করছে। এতে আমরা খুশি। অপরদিকে আমদানীকারক প্রতিষ্ঠানের সরবরাহের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ডিলারদের কাছ থেকে বরাদ্দ পত্র ও ব্যাংকে টাকা জমা যাচাই করে দ্রুত সময়ের মধ্যে সার সরবরাহ করা হচ্ছে। ২০২৪ সালের নভেম্বর মাসে ৮৩ হাজার ৭৫৫ মেট্রিক টন সার বরাদ্দ ছিল, ডিলাররা উত্তোলন করেছে ৮৩ হাজার ৭২৫ মেট্রিক টন। ডিসেম্বর মাসে ৭২ হাজার ৫৫০ মেট্রিক টন সার বরাদ্দ ছিল, ডিলাররা উত্তোলন করেছে ৭১ হাজার ৪২৫ মেট্রিক টন। ডিসেম্বর মাসের সার সরবরাহ চলমান রয়েছে। জানুয়ারী ২০২৫ মাসের ১ লক্ষ ৩৭ হাজার ১৭৫ মেট্রিক টন সার বরাদ্দ হয়েছে, যা সরবরাহ চলমান রয়েছে। এই সার ডিলাররা উত্তোলন করে তাদের স্ব স্ব এলাকায় নিয়ে কৃষকদের মাঝে পৌঁছে দিচ্ছেন। ডিলাররা যাতে কোনো রকম হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ রাখা হচ্ছে। এছাড়া প্রতি সপ্তাহের ডেলিভারি রিপোর্ট প্রতি সপ্তাহে মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়।

তিনি আরো জানান, সরকারী সার নীতিমালা উপেক্ষা করে গত বছরের ৩ ডিসেম্বর স্থানীয় থানায় তিন বিসিআইসি ডিলার সার উত্তোলন করে পাচার করছিল। এ ব্যাপারে স্থানীয় কৃষি বিভাগ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

এ বিষয়ে নওয়াপাড়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাঈদুর রহমান লিটুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, দেশে সারের সংকট না হওয়ার জন্য তারা সার নীতিমালা অনুসরণ করে কৃষি মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছেন। ডলার সংকট এবং এলসি জটিলতাসহ সকল প্রতিকূলতা উপেক্ষা করে সার আমদানি করে কৃষকদের ফসল উৎপাদনে ভূমিকা রাখছেন তারা।

বিএডিসির খুলনা জোনের সহকারী পরিচালক শরীফ সাইফুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমদানি ও পরিবহনে নওয়াপাড়া ট্রেডার্স উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শাহ জালাল হোসেন বলেন, ডিলাররা তাদের সার নিজ নিজ স্থানে কৃষকদের কাছে পৌঁছে দেয় এবং এক স্থানের সার অন্য স্থানে না নেয় সেদিকে লক্ষ রাখা হয়। সার নীতিমালা না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সহায়তা প্রদান করা হবে। তিনি আরও জানান, একজন ডিলার হিসেবে টাকা জমা দিয়ে দুইদিনের মধ্যে ডিউ পেয়েছেন। তবে কোন ডিলার যদি সময়মত সার উত্তোলন না করে তাহলে আমদানিকারক সেই সার অন্যত্র ডিলারকে বরাদ্দ দিতে পারবে।

অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু জানান, তিনি প্রায়ই নওয়াপাড়া গ্রুপে সার সরবরাহ সঠিক ও সময়মত হচ্ছে কিনা তা খোঁজ খবর নেন। তিনি খোঁজ নিয়ে এবং নিজে উপস্থিত থেকে দেখেছেন ডিলাররা নির্বিঘ্নে সার সরবরাহ পাচ্ছেন।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালায় ২০০৯ বলা হয়েছে ডিলার নিজে অথবা তার বৈধ প্রতিনিধি ছাড়া কেউ সার উত্তোলন করতে পারবে না। এটা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে এবং এক এলাকার সার অন্য এলাকায় বিক্রি করতে না পারে তার জন্য সজাগ রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন