রাজশাহীর সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ এএম
ছবি : সংগৃহীত
রাজশাহী থেকে ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেন বেলপুকুর এলাকায় লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রাজশাহীর সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১০টায় রাজশাহী স্টেশন মাস্টার মো. মইনুদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছয়টায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। এরপর ট্রেনটি বেলপুকুর এলাকায় লাইনচ্যুত হয়। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত সিল্কসিটি, বনলতা ও মধুমতি এক্সপ্রেস ট্রেন বন্ধ রয়েছে। মধুমতি ট্রেনটি হরিয়ান স্টেশনে আটকে রয়েছে। সিল্কসিটি ও বনলতা রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। রাজশাহী থেকে প্রতিদিন মোট ১৮টি ট্রেন যাতায়াত করে।
স্টেশন মাস্টার আরও বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ করা হচ্ছে। কয়টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।