Logo
Logo
×

সারাদেশ

সিএনজি চালকদের ওপর হামলা

রূপগঞ্জে হামলার প্রতিবাদে সিএনজি চালকদের অবরোধ-বিক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম

রূপগঞ্জে হামলার প্রতিবাদে সিএনজি চালকদের অবরোধ-বিক্ষোভ

রূপগঞ্জে হামলার প্রতিবাদে সিএনজি চালকদের অবরোধ-বিক্ষোভ

রূপগঞ্জে সিএনজি চালকরা বিআরটিসি বাসের শ্রমিক রিয়াদ বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। মঙ্গলবার বিকেলে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের মায়ার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বিক্ষোভে ৩ শতাধিক সিএনজি চালক অংশ নিয়েছিল, ফলে উভয় পাশে ১২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ যাত্রী থেকে শুরু করে বাণিজ্য মেলায় আগত ক্রেতা দর্শনার্থী সহ পথচারীদের ব্যাপক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

বিক্ষোভকালে সিএনজি চালকরা অভিযোগ করেন, গাউসিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিআরটিসি বাসের হেলপার থেকে শুরু করে কাউন্টারের শ্রমিকরা যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে এবং সিএনজিতে যাত্রী তুলতে গিয়ে সিএনজি চালকদের মারধর করে। মঙ্গলবার সকালে কুড়িল বিশ্বরোড এলাকায় বিআরটিসি বাস শ্রমিকরা সিএনজি চালক অনিক ও ফেরদৌসকে লাঠি দিয়ে মারধর করে গুরুতর জখম করে।

এই ঘটনার পর প্রতিবাদস্বরূপ সিএনজি চালকরা মায়ার বাড়ি এলাকায় বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে বিচারের আশ্বাস দিলে তারা রাস্তা থেকে সরে যায় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন