Logo
Logo
×

সারাদেশ

চাচা হত্যার প্রতিশোধ নিতে খুলনার সাবেক কাউন্সিলর টিপুকে হত্যা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:৩৪ পিএম

চাচা হত্যার প্রতিশোধ নিতে খুলনার সাবেক কাউন্সিলর টিপুকে হত্যা

ছবি : সংগৃহীত

কক্সবাজারে আলোচিত খুলনার সাবেক ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর হত্যায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মৌলভীবাজারের জুড়ি থানার পাহাড়ি চা বাগান এলাকা থেকে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ারের নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশের একটি টিম তাদের আটক করে। পরবর্তীতে তাদের নিয়ে কক্সবাজারের একটি হোটেল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন শাহরিয়ার ইসলাম পাপ্পু, গোলাম রসুল ও হত্যাকাণ্ডের দিন টিপুর সঙ্গে হোটেলে অবস্থান করা নারী ঋতু।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার কারণে খুন হন খুলনার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী টিপু। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা শহিদুল ইসলাম হত্যার প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ডটি ঘটে। আটক শাহরিয়ার ইসলাম পাপ্পু নিজেই কাউন্সিলর টিপুকে গুলি করেন। শাহরিয়ার ইসলাম পাপ্পু ছিলেন নেতা হুজি শহিদুল ইসলামের ভাতিজা। কাউন্সিলর টিপু শহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। ১০ বছর পর চাচা হত্যার প্রতিশোধ নিতে ভাতিজা পাপ্পু টিপুকে হত্যা করে।

পুলিশ সুপার আরও বলেন, খুনিরা কক্সবাজারকে টিপুকে হত্যার জন্য উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করে। টিপুর সঙ্গে থাকা নারী ঋতুকে টোপ হিসেবে ব্যবহার করে। ঋতু টিপু সম্পর্কে সব তথ্য খুনিদের সরবরাহ করে। আরেক আসামি গোলাম রসুল ছিলেন শাহরিয়ার ইসলাম পাপ্পুর সহযোগী। এই মামলাটি আমরা গভীরভাবে তদন্ত করছি।

পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, এই ঘটনায় তিনজনকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে গোলাম রাব্বানী টিপুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন