গোপালগঞ্জে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:২৯ এএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত
খেজুরের রস পান করতে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কালিনগর যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় গাড়িরচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার পোনা কাদিরপাড়া গ্রামের বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৬), একই গ্রামের বিশ্বদাসের ছেলে দীপু দাস (১৫) ও পিংগলিয়া গ্রামের মনির মৃধার ছেলে মো. হৃদয় মৃধা (১৮)।
ফরিদপুরের ভাংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, শখের বসে খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে খুব ভোরে বাড়ি থেকে বন্ধুরা মিলে বোয়ারমারী উপজেলার কালিনগর যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার হিরণ্যকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ওসি মো. রকিবুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে ঢাকা -খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে বাইকে থাকা তিনজনই নিহত হন।