Logo
Logo
×

সারাদেশ

নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরবে না: এ্যানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম

নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরবে না: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য দায়িত্ব নিলেও নির্বাচিত সরকার ৫ বছরের জন্য দায়িত্ব নেবে, যা দেশের স্থিতিশীলতা আনবে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে জেলার চৌপল্লী কালিদাস উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক দলের আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ব্যবসা, অর্থনীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। নির্বাচন ছাড়া এই স্থিতিশীলতা ফিরবে না। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা একসাথে মিলেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে এবং জেলখানায়ও একসাথে ছিল। পরাজিতরা তাদের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করবে, তাই তাদের বিশেষভাবে সজাগ থাকতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন