নিয়মিত অভিযানে সংঘবদ্ধ ডাকাত দল গ্রেপ্তার করল নৌ পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম
ছবি : সংগৃহীত
নৌ-পথ নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নৌ-পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই নৌ-পথকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ডাকাত গ্রুপ সক্রিয় হয়ে উঠে। নৌ-পথে ডাকাতি ও দস্যুতা রোধে নৌ পুলিশ নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চল ক্রমাগত অভিযানের মাধ্যমে একটি সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গত ১০ জানুয়ারি, ওটি বিন জামান -১ নামক ওয়েল ট্যাঙ্কার নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনগঞ্জ সামিট গ্রুপের ঘাট থেকে ৩৬০.০৩৬ টন ফার্নেস ওয়েল (যার মূল্য আনুমানিক ৩.৬ কোটি টাকা) নিয়ে গাজীপুর কড্ডা পাওয়ার প্ল্যান্টের উদ্দেশে রওয়ানা করে। জাহাজটি মুন্সীগঞ্জ সদর থানাধীন চর মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন শীতলক্ষ্যা নদীর মোহনায় পৌঁছালে জাহাজের স্টাফদের দেশীয় অস্ত্রের ভয় ও প্রাণনাশের হুমকি দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল জাহাজটিকে পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং জাহাজ থেকে প্রায় ৩৫০ টন তেল অন্য একটি অজ্ঞাত জাহাজে নিয়ে পালিয়ে যায়।
এই বিষয়টি নৌ-পুলিশ প্রধানের দৃষ্টিগোচর হলে তিনি নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
নৌ-পুলিশ প্রধানের নির্দেশক্রমে এবং নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপারের তৎপরতায় ক্রমাগত অভিযানের মাধ্যমে গত ১৮ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত মোট আটজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ডাকাতরা হলেন- মো. ইসমাইল বেপারি, মো. আমজাদ হোসেন তপু, মো. ফেরদৌস ফরাজী, মো. রিয়াজ হোসেন, মো. সুমন মিয়া, মো. ইউসুফ মিয়া, মো. অনিক মিয়া ও মো. রানা।
এই অভিযানে ৩৫০ টন (প্রায়) ফার্নেস অয়েল (যার আনুমানিক মূল্য ৩.৫ কোটি টাকা) সম্পূর্ণ উদ্ধার করা হয়। এছাড়াও, এম ভি ভূইয়া নামে একটি বাল্ক হেড, তেল আনলোড করার কাজে ব্যবহৃত একটি স্যালো মেশিন ও দুটি পাইপ, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাসুয়া এবং দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
নিরাপদ নৌপথ নিশ্চিত করাসহ নৌপথে যেকোনো প্রয়োজনে নৌ পুলিশের সহযোগিতা গ্রহণের জন্য নৌ পুলিশের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, ডিআইজি, নৌ পুলিশ হেড কোয়ার্টার, ঢাকা। এছাড়া উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), নারায়ণগঞ্জ অঞ্চল, নৌ পুলিশ, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন), প্রবীর কুমার রায়, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স), মুক্ত ধর, পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), নুসরাত এদীব লুনা, পুলিশ সুপার (ট্রেনিং, ক্যারিয়ার প্লানিং এন্ড মিডিয়া), নৌ পুলিশ।