Logo
Logo
×

সারাদেশ

আমরা ভোটকেন্দ্র পাহারা দেব, দখল হতে দেব না : সিইসি

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম

আমরা ভোটকেন্দ্র পাহারা দেব, দখল হতে দেব না : সিইসি

ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিনে কেউ যেন আপনার ভোটাধিকার হরণ করতে না পারে, ভোটকেন্দ্র দখল বা ভোটের বাক্স ছিনিয়ে নিতে না পারে, সেই লক্ষ্যে দায়িত্বশীল জনপ্রতিনিধি গড়ে তুলতে হবে।

তিনি বলেন, “আমরা কি আমাদের অধিকার রক্ষার জন্য একতাবদ্ধ হতে পারি না? আমাদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, এবং কোনোভাবেই দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র দখল করতে দেওয়া যাবে না। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় সাভার উপজেলা অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “৫ আগস্টের বিপ্লব আমাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ এনে দিয়েছে। এই বিপ্লবের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে এ অধিকার প্রতিষ্ঠার জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে। সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নই হচ্ছে সেই কাজের প্রথম ধাপ। ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই আমাদের সঠিক ভোটার তালিকা প্রস্তুত করতে হবে, যাতে ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সফল হয়।”

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “যেদিন মানুষ ভয়-ভীতিহীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, সেদিনই প্রকৃত অর্থে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন একটি জাতীয় দায়িত্ব। সরকারি কর্মচারীদের পাশাপাশি জনসাধারণের সহযোগিতা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মহিলা ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা তাদের ভোটাধিকার বুঝতে পারে এবং ভোট প্রদান নিশ্চিত করতে পারে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন