গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৪:১৭ পিএম
গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ১২ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে কারখানার স্যাম্পল রুমে ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ ঘটে।
আহত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে সুজন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার বাঁ পায়ে মারাত্মক জখম হওয়ায় তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার ম্যানেজার (প্রশাসন) এমআর শিপু চৌধুরী জানান, প্রতিদিনের মতো শ্রমিকরা সকালে কাজে যোগ দেওয়ার পর স্যাম্পল রুমের বয়লারটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে দুইজন গুরুতর আহত হন এবং বেশ কয়েকজন সামান্য আঘাত পান। আহতদের প্রাথমিক চিকিৎসার পর সুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, "স্যাম্পল রুমে থাকা বয়লারটি চালানোর সময় সেটিতে পর্যাপ্ত পানি ছিল কিনা তা খেয়াল করা হয়নি। হিট হওয়ার পর স্টিম আউটলাইন ছিঁড়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটে।"
এ ঘটনায় কারখানার কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বয়লার ব্যবহারে নিয়মিত তদারকি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।