Logo
Logo
×

সারাদেশ

বাটপাড় জসিমের শাস্তির দাবিতে উত্তাল কক্সবাজার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম

বাটপাড় জসিমের শাস্তির দাবিতে উত্তাল কক্সবাজার

বাটপাড় জমিসের শাস্তির দাবিতে উত্তাল কক্সবাজার

কক্সবাজারে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত জসিম উদ্দিনের বিরুদ্ধে শাস্তির দাবিতে উত্তাল বিক্ষোভ চলছে। কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোমবার দ্বিতীয় দিনের মতো বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিএনপি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

জসিম উদ্দিনকে ‘বিশ্বমানের প্রতারক’ আখ্যা

বিক্ষোভকারীরা জসিম উদ্দিনকে ‘বিশ্বমানের প্রতারক’ এবং কক্সবাজারের পর্যটন শিল্পের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়ে তাকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। এসময় কক্সবাজারে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি

সোমবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে জসিম উদ্দিনসহ আরও দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জসিম একজন সন্ত্রাসী, চাঁদাবাজ, এবং দখলবাজ। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন বিতর্কিত মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় আইনের তোয়াক্কা করেন না। অভিযোগ করা হয়েছে, তিনি একাধিকবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানা দখল করেছেন।

রামুতে বিএনপির বিক্ষোভ মিছিল

সোমবার সকালে রামু উপজেলায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, লুৎফুর রহমান কাজল একটি বিরোধ মীমাংসায় মধ্যস্থতা করেছিলেন, যা নিয়ে জসিম উদ্দিনের সহযোগিতায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। তারা জসিমকে পর্যটন শিল্পের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

শ্রীম্প হ্যাচারী অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভা

রবিবার রাতে কক্সবাজারের কলাতলীতে শ্রীম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)-এর কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সেবের ভাইস প্রেসিডেন্ট শাহেদ আলী বলেন, “জসিম উদ্দিন মিথ্যা তথ্য দিয়ে সেবের সভাপতি লুৎফুর রহমান কাজলের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রচার করেছে।”

সমাপ্তি বক্তব্যে বক্তারা হুঁশিয়ারি দেন, জসিম উদ্দিনকে গ্রেপ্তার না করা হলে কক্সবাজার অচল করে দেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন