জুলাই বিপ্লবের পর কিছু দুষ্কৃতিকারী রাজধানীর উত্তরা, আব্দুল্লাহপুর ও টঙ্গী এলাকায় ছিনতাই ও ডাকাতির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। সম্প্রতি এসব এলাকার ছিনতাই চক্রের দৌরাত্ম্য বেড়ে যায়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ফুটেজে উঠে আসে। অসহায় মানুষ বিষয়টি র্যাব-১ এর কাছে অভিযোগ করেন।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-১ গোয়েন্দা নজরদারি চালিয়ে জানতে পারে, টঙ্গীর মাজার বস্তি থেকে একটি দুর্ধর্ষ ছিনতাই চক্র স্থানীয় বাসযাত্রী, চাকরিজীবী ও পেশাজীবীদের মোবাইল ফোন, মানিব্যাগসহ অন্যান্য ব্যক্তিগত সামগ্রী ছিনতাই করছে। এই চক্রকে শনাক্ত করার পর র্যাব-১ মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারীদের গ্রেপ্তার করে।
এদিকে, গত ১৫ ডিসেম্বর মাজার বস্তিতে মাদক ব্যবসা নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম বাবু ওরফে কিং বাবু এবং অপর মাদক ব্যবসায়ী লাইলীর দলের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন হিজড়া সম্প্রদায়ের ব্যক্তি আহত হন। সংঘর্ষ শেষে উভয় পক্ষ পলায়ন করে।
র্যাব-১ তাদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক এবং একটি গ্যাস গানের কার্তুজ উদ্ধার করে। পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।