পর্নো ভিডিও বানিয়ে ম্যাসেঞ্জার গ্রুপে পোস্ট করে টাকা দাবির ঘটনায় স্কুলছাত্রী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুরে অভিনব কৌশলে পর্নো ভিডিও তৈরি করে তা ম্যাসেঞ্জার গ্রুপে পোস্ট করে অর্থ দাবির অভিযোগে এক স্কুলছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার ওই ছাত্রীকে আদালতে পাঠানো হয়। রোববার (১৯ জানুয়ারি) রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই ছাত্রী এবার এসএসসি পরীক্ষার্থী।
গ্রেপ্তারের খবর পেয়ে কয়েকজন ভুক্তভোগী থানায় উপস্থিত হন এবং অভিযুক্ত ছাত্রী ও তার অভিভাবকদের শাস্তির দাবি জানান।
পুলিশ জানায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকা, ছাত্রী ও অন্যান্য ব্যক্তির ছবি ব্যবহার করে পর্নো ভিডিও তৈরি করা হয়। এসব ভিডিও একাধিক ম্যাসেঞ্জার গ্রুপে পোস্ট করে মোবাইল নম্বর দিয়ে লাখ লাখ টাকা দাবি করা হয়। ফেসবুকে ‘দিলরুবা’ ও ‘রাকিবুল ইসলাম’ নামে দুটি আইডি থেকে এসব গ্রুপ পরিচালিত হতো। তদন্তে ওই ফেসবুক আইডিগুলোর ব্যবহারকারী শনাক্ত করে ছাত্রীটির ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়। জব্দ করা ডিভাইসগুলোতে ভিডিও ছড়ানোর প্রমাণ পাওয়া যায়।
তবে অভিযুক্ত ছাত্রী দাবি করেন, তার ছবি ব্যবহার করে পর্নো ভিডিও বানিয়ে তার পরিবারের কাছেও টাকা চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত মির্জাপুরের সীমান্ত ও গোপালপুরের সিফাত নামের দুইজনকে পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়। নিজেকে নির্দোষ দাবি করে তিনি প্রমাণ থাকার কথাও জানান।
ওই ছাত্রীর বাবা বলেন, তার মেয়ের ছবি দিয়ে ভিডিও বানিয়ে টাকা দাবি করা হয়েছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দোষ স্বীকার করলেও তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তার মেয়ের মোবাইল থেকে কোনো প্রমাণ না পাওয়ার পরও পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং পরে পর্নোগ্রাফি মামলায় আদালতে পাঠায়।
ভূঞাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত ছাত্রীর মোবাইল নম্বর দিয়ে একাধিক জিমেইল ও ফেসবুক আইডি খোলা হয়। ভুক্তভোগীদের মধ্যে একজন থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। গুগল ও ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতায় তথ্য প্রমাণ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।