Logo
Logo
×

সারাদেশ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:০৯ এএম

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। বুধবার (২২ জানুয়ারি) ভোর ৩টা ১০ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। শেষ রাতে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। 

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারাপারের অপেক্ষায় বেশ কয়েকটি যানবাহন আটকা পড়েছে। বেলা বাড়ার সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। meanwhile, তীব্র শীতে অপেক্ষারত যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়ছেন। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন