Logo
Logo
×

সারাদেশ

বিজিবি-বিএসএফ বৈঠক

সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৪:৪৯ পিএম

সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না

সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফের বৈঠকে। ছবি : সংগৃহীত

রাজশাহী ও মালদা সেক্টরে বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষকদের ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ নেতৃত্ব দেন এবং বিএসএফের পক্ষে মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম উপস্থিত ছিলেন।

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন। তিনি জানান, সীমান্তের ১৫০ গজ এলাকার মধ্যে কেবল বাংলাদেশি ও ভারতীয় কৃষকদের প্রবেশাধিকার থাকবে। অন্য কেউ এ এলাকায় প্রবেশ করতে পারবে না বলে দুই পক্ষ একমত হয়েছে।

এছাড়া সীমান্তে শান্তি বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

যার মধ্যে রয়েছে :

সীমান্তের যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা।

মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকা।

স্থানীয় জনগণকে অনুপ্রবেশ এবং মাদক চোরাচালানে নিরুৎসাহিত করা।

এই উদ্যোগ সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন