Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জে রাধারমণ মন্দিরে স্বর্ণালঙ্কারসহ কষ্টিপাথরের মূর্তি চুরি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৮:১০ পিএম

মানিকগঞ্জে রাধারমণ মন্দিরে স্বর্ণালঙ্কারসহ কষ্টিপাথরের মূর্তি চুরি

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া গ্রামের শ্রীশ্রী রাধারমণ জিউর মন্দিরে চার ভরি স্বর্ণালঙ্কারসহ আনুমানিক দুইশ বছরের পুরনো কষ্টিপাথরের মূর্তি চুরি হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানান মন্দিরের পুরোহিত মহাদেব চক্রবর্তী ও স্থানীয়রা।

মন্দিরের পুরোহিত জানান, সকাল ৬টায় তিনি মন্দিরের মূল দরজা খুলে দেখতে পান ভেতরে থাকা মূর্তিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তখন মন্দিরের সেবায়েত গোপাল সাহাসহ অন্যদের বিষয়টি জানানো হয়। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থপীঠ হিসেবে পরিচিত রাধারমণ জিউ মন্দিরে এমন চুরির ঘটনায় সবাই হতবাক।

তিনি আরো বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা পর্যন্ত তারা মন্দিরের ভেতর জেগে ছিলেন। রাত ১টার পর ঘুমিয়ে যান তারা। বুধবার সকাল ৬টায় মূল দরজা খুলে দেখতে পান মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে পড়ে আছে। মন্দিরের বামদিকের দরজার তালা ভেঙে ৪ ভরি ওজনের রুপার নুপুর, স্বর্ণের ৩টি টিপ, বিগ্রহের দুটো চোখ, নাক, মুখ ও ১ জোড়া খরম, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা এবং আনুমানিক দুইশ বছরের পুরনো একটি কষ্টি পাথরের মূর্তি চুরি হয়েছে।

মন্দিরের সেবায়েত গোপাল সাহা জানান, মন্দিরের নিরাপত্তার স্বার্থে ১০টি সিসি ক্যামেরা থাকলেও গত ২ মাস যাবৎ সেইটি নষ্ট থাকায় তা মেরামত করতে দেয়া হয়েছে। তাদের তীর্থপাঠে এমন চুরির ঘটনা এই প্রথম। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেয়া হবে। 

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান ভোরের কাগজকে জানান, বুধবার সকালে মন্দিরে চুরির ঘটনার সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন